সাম্প্রতিক বছরসমূহের ০৩ (তিন) বছর প্রধান অর্জন সমূহঃ
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক প্রদত্ত বিভিন্ন কার্যক্রম যথা--(1) CBT&A (RPL), (2) SEIP, (3)English Language, (4) Orientation Course, (5) House Keeping, (6) Driving (7) Outsourcing (8) Catering (The Professional Chef) Level-1 (9) City & Guilds অধীনে Food Preparation and Cooking Level-1 (10) Diploma in Food Preparation and Cooking Level-2 এবং (11) BTEB এর অধীনে ০২ বছর মেয়াদী এসএসসি (ভোকেশনাল) কোর্স যাহা সফলতার সহিত পরিচালিত হচ্ছে। অত্র কেন্দ্রের মাধ্যমে দেশে-বিদেশে চাকুরীর চাহিদা অনুযায়ী মোট ৪০টি কোর্সে উন্নত প্রশিক্ষণ প্রদান করা হয় এবং বাৎসরিক উত্তীর্ণ প্রশিক্ষার্থীর সংখ্য ২০১৭ সনে ৪৬৮৫০ জন, ২০১৮ সনে ৩৯৭৪৩ জন ও ২০১৯ সনে ২৭৫০৩ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস