Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ড্রাইভিং উইথ অটোমেকানিক্স (পেশাদার হালকা ও মধ্যম), দেশ বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান শীর্ষক প্রকল্প

ট্রেডের নাম : অটোমোটিভ।

কোর্সের নাম : ড্রাইভিং উইথ অটোমেকানিক্স (পেশাদার হালকা ও মধ্যম) দেশ বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান শীর্ষক প্রকল্প
ভর্তির সময়:  ৩ মাস অন্তর অন্তর (জানুয়ারী, এপ্রিল, জুলাই, অক্টোবর) ।    

কোর্স ফি : ফ্রি ।
কোর্সের মেয়াদ:  ৩ মাস ।

বয়স : ২১-৪৫ বছর।
শিক্ষাগত যোগ্যতা :    ৮ম শ্রেনি/সমমান পাশ ।


সংযুক্তি:

         ১।  ৮ম শ্রেনি/সমমান পাশের সনদপত্রের কপি।

         ২। সদ্যতোলা ২কপি পাসপোর্ট সাইজের ছবি।

        ৩। জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি।

         ৪। পেশাদার হালকা যান ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি। লাইসেন্স প্রাপ্তির কমপক্ষে ৩ বছর পূর্ণ তে হবে (শুধুমাত্র পেশাদার মধ্যম কোর্সের জন্য)।


শর্তাবলী:
১। আবেদনকারিকে অবশ্যই ড্রাইভিং পেশায় আগ্রহী হতে হবে ।
২। জাতীয় পরিচয়পত্র (NID) বাধ্যতামূলক থাকতে হবে।
৩। প্রার্থীর দৃষ্টি শক্তি ও স্বাস্থ্য অবশ্যই ভাল হতে হবে (কালার ব্লাইন্ডদের আবেদন করার প্রয়োজন নেই ) ।
৪। প্রার্থীকে ড্রাইভিং লার্নার এবং লাইসেন্স প্রাপ্তির জন্য বিআরটি এ নির্ধারিত শারীরিক ও পুলিশ ক্লিয়ারেন্স ডকুমেন্ট নিজ দায়িত্বে করতে হবে।

৫। মহিলা, প্রতিবন্ধি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বেকারদের অগ্রাধিকার প্রদান করা হবে।
৬। ক্লাশে নূন্যতম ৮০% উপস্থিত থাকতে হবে।
৭। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

৮। যাদের পেশাদার হালকা যান ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির কমপক্ষে ৩ বছর পূর্ণ হয়েছে তারাই আবেদন করতে পারবে। হালকা যান ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি জমা দিতে হবে।
৯। প্রকল্পের নিয়ম অনুযায়ী সুযোগ সুবিধা প্রাপ্য হবে।

১০। এই ভর্তি বিজ্ঞপ্তি সম্পূর্ণ বাতিল পরিবর্তন এবং সংশোধনের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।