কম্পিউটার অপারেশন (ASSET)
ট্রেডের নাম : কম্পিউটার ।
ভর্তির সময়: এপ্রিল, আগষ্ট, ডিসেম্বর।
কোর্স ফি : ফ্রি ।
কোর্সের মেয়াদ: ৪ মাস ।
বয়স : ১৮-৪০ বছর।
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি/সমমান পাশ।
ভর্তি : www.sttc.sylhetdiv.gov.bd এই ওয়েব সাইটে-ভর্তি আবেদন (অনলাইনে) লিঙ্কে আবেদন করতে করে নির্ধারিত তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে জমা দিতে হবে।
সংযুক্তি:
ভর্তির প্রয়োজনীয় কাগজপত্রঃ
১। শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত ঃ ০১সেট
২। জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন (বাধ্যতামূলক) সত্যায়িত ঃ ০১কপি
৩। পাসপোর্ট সাইডের ছবি সত্যায়িত ঃ ০২টি
৪। পাসপোর্ট (যদি থাকে) ঃ ০১কপি
৫। প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ—গোষ্ঠী প্রমাণে সমাজসেবা/ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন কতৃর্ক সনদপত্র সত্যায়িত ঃ ০১কপি।
শর্তাবলী:
১। এই ভর্তি বিজ্ঞপ্তি সম্পূর্ণ বাতিল পরিবর্তন এবং সংশোধনের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
২। জাতীয় পরিচয়পত্র (NID)/জন্ম নিবন্ধন বাধ্যতামূলক থাকতে হবে।
৩। কোর্স সম্পন্ন করার পর চাকুরীতে যোগদান করতে হবে।
৪। মহিলা, প্রতিবন্ধি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বেকারদের অগ্রাধিকার প্রদান করা হবে।
৫। ক্লাশে নূন্যতম ৮০% উপস্থিত থাকতে হবে।
৬। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
৭। ইতিপূর্বে যারা বাংলাদেশের যে কোন প্রতিষ্ঠান থেকে ASSET এর অধীন যে
কোন কোর্স করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই।
৮। যে কোন প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের আবেদন করার প্রয়োজন নাই।
সুবিধাসমূহঃ
১। সাধারণ প্রশিক্ষণার্থীরা নিয়মিত উপস্থিতি প্রতি মাসে ১৫০০.০০(এক হাজার পাঁচশত) টাকা (ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা এবং বায়োমেট্রিক হাজিরার ভিত্তিতে)।
২। নারী, প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃ—গোষ্ঠী নিয়মিত উপস্থিতিতে প্রতি মাসে ২০০০.০০(দুই হাজার) টাকা (ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা এবং বায়োমেট্রিক হাজিরার ভিত্তিতে)।
৩। দৈনিক যাতায়াত ভাতা ১০০.০০(একশত) টাকা করে মাসিক সর্বোচ্চ ২২০০.০০(দুই হাজার দুইশত) টাকা প্রদান করা হবে।
৪। NSDA এর আওতায় BNQF Level Assessment এ আব্যশিক ভাবে অংশগ্রহণ করতে হবে।
৫। Competent সনদপত্রটি অন—লাইনের মাধ্যমে পাওয়া যাবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS